Wellcome to National Portal

এক নজরে

মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নোয়াখালী জেলার প্রানকেন্দ্র মাইজদীতে অবস্থিত । প্রাথমিক শিক্ষা স্তর পরবর্তী জেএসসি (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) কোর্স পরিচালনায় এ প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন এবং সর্বোপরি নাগরিকদের  কারিগরি শিক্ষা ও দক্ষতায় আত্মনির্ভরশীল মানুষ হিসেবে  গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।

বিশ্বায়নের এই যুগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়তই আসছে তাই শিক্ষার্থীদের মেধাবিকাশে সময়োপযোগী পাঠদান ও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন চৌকষ নাগরিক ও হাতে-কলমে দক্ষতাসম্পন্ন আলোকিত মানুষ গড়ে তুলতে ১৯৬৯ সালে প্রায় ৩.৮৬৫ একর জমির উপর মনোরম পরিবেশে ভোকেশনাল ট্রেনিং ইনিস্টিটিউট নামে প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ৷ ২০০৩ সাল থেকে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এসএসসি ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালু হয় এবং নতুন নামকরন করা হয় মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ । 

বর্তমানে ৪টি ট্রেডে (অটোমোবাইল, বিল্ডিং কন্সট্রাকশন অ্যান্ড মেইন্টেন্যন্স, ইলেকট্রিক্যাল ওয়ারক্স অ্যান্ড মেইন্টেন্যন্স ও মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইন্টেন্যন্স) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ শিক্ষার ন্যায় এস এস সি (ভোকেশনাল) ও এইচ এস সি (ভোকেশনাল) সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতি বৎসর এস এস সি (ভোকেশনাল) কোর্সে নবম শ্রেণিতে প্রখম শিফটে প্রতি ট্রেডে ৩৬ জন করে মোট ১৪৪ জন এবং দ্বিতীয় শিফটে প্রতি ট্রেডে ৩৬ জন করে মোট ১৪৪ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। অনুরুপ ভাবে প্রতি বৎসর এইচ এস সি (ভোকেশনাল) কোর্সে প্রতি ট্রেডে ৩৬ জন করে মোট ১৪৪ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়।বর্তমানে প্রতিষ্ঠানে প্রতি বৎসর মোট ৮৬৪ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করে।


পরিচালিত শিক্ষাক্রম

১) জেএসসি (ভোকেশনাল)   

  • ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি

২) এস.এস.সি প্রোগ্রাম নবম ও দশম 

  • অটোমোটিভ
  • বিল্ডিং মেইন্টেন্যন্স
  • ইলেকট্রিক্যাল মেইন্টেন্যন্স ওয়ারক্স 
  • মেশিন টুলস অপারেশন

৩) এইচ.এস.সি প্রোগ্রাম একাদশ ও দ্বাদশ

  • অটোমোবাইল
  • বিল্ডিং কন্সট্রাকশন অ্যান্ড মেইন্টেন্যন্স
  • ইলেকট্রিক্যাল ওয়ারক্স অ্যান্ড মেইন্টেন্যন্স
  • মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইন্টেন্যন্স